আসলে যৌন রোগ কি?
যৌন কাজের মাধ্যমে একজনের শরীর থেকে অন্য জনের শরীরে যে রোগ ছড়ায় তাকে যৌন রোগ বা যৌন বাহিত রোগ বলা হয়। কিন্তু অন্যান্য কারণেও এ রোগ হতে পারে।
কয়েকটি যৌন রোগের লক্ষণঃ
১। পুরুষের ক্ষেত্রে প্রস্রাবের রাস্তা দিয়ে পুজ ও রক্তপড়া এবং প্রস্রাবে জ্বালা-পোড়া ও আটকে আটকে প্রস্রাব হওয়া।
২। পুরুষ লিঙ্গের মাথায় গর্ত বা ঘা হওয়া এবং লিঙ্গের আশেপাশে ক্ষত বা চুলকানি হওয়া।
৩। অণ্ডকোষ ফুলে যাওয়া ও ব্যথা হওয়া।
৪। কুচকি ফুলে যাওয়া ও কুচকিতে বাগী হওয়া।
মেয়েদের ক্ষেত্রেঃ
১। অতিরিক্ত স্রাব বা পুঁজ যুক্ত স্রাব বের হওয়া অথবা গন্ধযুক্ত স্রাব বের হওয়া।
২। সহবাসে ব্যথা বা তলপেটে ব্যথা হওয়া।
৩। যৌনাঙ্গের আশেপাশে ফুস্কুড়ি, চুলকানি, ঘা বা ক্ষত সৃষ্টি হওয়া।
৪। কুচকি ফুলে যাওয়া, ফেটে যাওয়া বা বাগী হওয়া।
যৌন রোগে আক্রান্ত ব্যক্তি কি ধরণের ক্ষতি বা কি কি ক্ষতি হতে পারে?
১। যৌন ক্ষমতা নষ্ট হতে পারে।
২। সন্তান জন্মদানে অক্ষমতা হতে পারে।
৩। বিকলাঙ্গ সন্তানের জন্ম দিতে পারে।
৪। পাগল হতে পারে।
1 thought on “যৌন রোগ কি, লক্ষণগুলো কি এবং কি কি ক্ষতি হতে পারে?”
সহবাসে তাড়াতাড়ি বীর্য বের হয়ে যাই,,,, র জন্য কি করতে হবে স্যার,,,,,,,,