ফোরপ্লের গুরুত্ব ভুলে যাবেন না। সরাসরি মিলনে প্রবেশ না করে আগে চুম্বন, স্পর্শ ইত্যাদির মাধ্যমে নিজের ও সঙ্গীর শরীরকে মিলনের উপযোগী করে তুলুন। এতে মিলনের আনন্দ বৃদ্ধি পায়।
১। সুরক্ষার বিষয়টি সবচেয়ে জরুরি। প্রথম মিলনের সময়ে অবশ্যই কন্ডোম ব্যবহার করবেন। এতে শুধু অবাঞ্ছিত গর্ভ সঞ্চার নয়, যৌন রোগ থেকেও সুরক্ষা মিলবে। আপনার সঙ্গিনী যদি গর্ভ নিরোধক বড়ি সেবন করেন তাহলেও কন্ডোম ব্যবহার করবেন। মনে রাখবেন, কন্ডোমের বিকল্প নেই।
২। প্রথম মিলনেই বিপুল সুখের প্রত্যাশা না করাই ভাল। দু’জনের যৌন বোঝাপড়া যত ভাল হবে তত বাড়বে মিলনের সুখ। এই বোঝাপড়া সময়ের সঙ্গে সঙ্গে বৃদ্ধি পায়। সুতরাং, প্রথম রাতেই যদি চরম সুখ না পান, তাহলে হতাশ হবেন না।
৩। মিলনের সময়ে নিজেকে যতটা সম্ভব রিল্যাক্সড রাখুন। উত্তেজিত হবেন ঠিকই, কিন্তু সেই উত্তেজনা যেন অসুস্থ করে না ফেলে। মিলনের সময়ে গভীরভাবে শ্বাসপ্রশ্বাস নিন। দরকার হলে ক্ষণিকের জন্য নিজেকে বিরত রাখুন মিলন থেকে।
৪। ফোরপ্লের গুরুত্ব ভুলে যাবেন না। সরাসরি মিলনে প্রবেশ না করে আগে চুম্বন, স্পর্শ ইত্যাদির মাধ্যমে নিজের ও সঙ্গীর শরীরকে মিলনের উপযোগী করে তুলুন। এতে মিলনের আনন্দ বৃদ্ধি পায়।
৫। পেনিট্রেট করার বিষয়টিকে মসৃণ করে তোলবার জন্য প্রয়োজনমতো ল্যুব্রিকেন্ট ব্যবহার করুন। পেনিট্রেশনের ব্যথা কমলে, মিলনের আনন্দও বৃদ্ধি পাবে।
৬। কোন বিষয়টি ভাল লাগছে, কোনটি ভাল লাগছে না, তা সঙ্গীকে জানান। পারস্পরিক বোঝাপড়া এতে বাড়বে।
৭। মিলনে চরম আনন্দ অধরা থাকলে তা-ও জানান সঙ্গীকে । চরম আনন্দ না পেয়েও যদি তা পাওয়ার ভান করেন, তাহলে সম্পর্কেরই ক্ষতি হবে।
৮। প্রথম মিলনে দ্রুত বীর্যপাত অত্যন্ত স্বাভাবিক ঘটনা। উত্তেজনার কারণে এটা ঘটতেই পারে। এর জন্য হীনমন্যতায় ভুগবেন না।