অনেক পুরুষই আছেন যারা দ্রুত বীর্যপাত সমস্যা নিয়ে লজ্জার কারণে কারও সাথে কথা তো দূরের কথা ডাক্তারের কাছেও যেতে চান না। মানুষের মাঝে সচেতনতা বাড়ার কারণে এগুলো নিয়ে ডাক্তারের সাথে আলাপ করছে এবং তারা সুস্থতা লাভ করছে।
দ্রুত বীর্যপাতের কারণ :-
1. সাধারনভাবে ডায়বেটিস বা অন্য ধরনের সমস্যা যেমন মানসিক অস্থিরতা বা দূশ্চিন্তা জনিতকারণে এ সমস্যা হতে পারে।
2. সেরাটোজেনিক এর মাত্রা জন্মগতভাবে বা কোন কারণে কমে গেলেএ সমস্যা হতে পারে।
3. বয়স বাড়ার সাথে সাথে ইজাকুলেশন এর মাত্রা বাড়ে কিন্তু যারা পি ই তে ভুগছেন তাদের ক্ষেত্রে তা নয়।
4. পরীক্ষায় দেখা গেছে, যে সব পুরুষ মিলনের সময় লিঙ্গ ঠিকমতো ঊথিত হচ্ছে কিনা বা কতক্ষণ উথিত থাকবে তা নিয়ে চিন্তা করে তাদের বীর্য পতন তাড়াতাড়ি হয়।
দ্রুত বীর্যপাতের সমাধান :-
1. এ সমস্যা থেকে সমধান পেতে হলে সর্বপ্রথম মাদকেকে না বলতে হবে।
2. অধিক যৌন আবেগ থেকে দূরে থাকতে হবে।
3. দু জনকেই দুজনকে সঠিকভাবে বুঝতে চেষ্টা করতে হবে।
4. প্রথম থেকেই মৈথুন করা থেকে বিরত থাকতে হবে প্রথমে চুমু দিয়ে শুরু করতে হবে। সঙ্গীকে উত্তেজিত করতে হবে, তার স্তন, মুখ, পিট, কান, নাভী, পেট ইত্যাদিতে আদর সোহাগ আলিঙ্গন করতে হবে, এতে স্ত্রী তারাতাড়ি উত্তেজিত হবে।
5. সময় নিয়ে এক অপরকে বোঝার চেষ্টা করতে হবে।