অন্য সব যৌনক্রিয়ার চেয়ে পায়ুসঙ্গমে যৌনবাহিত রোগ হবার সম্ভাবনা বেশি হয়ে থাকে। পায়ুসঙ্গমকে সবচেয়ে ঝুঁকিপূর্ণ যৌনক্রিয়া বলা হয় পায়ুপথের সহজনশ্বরতার জন্য। পায়ুপথে যোনিপথের মত পিচ্ছিলতা না থাকায় পায়ুপথের টিস্যু সহজে ছিঁড়ে যায়, বিশেষ করে তখন যখন পায়ুপথে লুব্রিক্যান্ট না ব্যবহার করা হয়। কনডম ছাড়া পায়ুসঙ্গম ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচিত হয়, এবং সেইজন্যে স্বাস্থ্য বিষয়ক সংস্থাসমূহ যেমন বিশ্ব স্বাস্থ্য সংস্থা পায়ুসঙ্গম করার ক্ষেত্রে নিরাপদ যৌনতা অবলম্বন করতে বলে।পায়ুসঙ্গম এর অপকারীতা :-
১. এটি বিকৃত মানসিকতা
২.পুরুষের ধ্বজভঙ্গ রোগ বা লিঙ্গ উত্থিত করন সমস্যা দেখা দিবে অতি অল্প সময়ে।
৩.পুরুষের মূত্রনালিতে ইনফেকশন হবে এবং তা থেকে পরে নালি সরু হয়ে যাওয়া ( urethral stricture) হতে পারে যার চিকিৎসা ( urethroplasti) ব্যায়বহুল প্রায় লক্ষাধিক টাকা , এবং কিডনীতে ছড়িয়ে পড়তে পারে যা থেকে Pyelonephritis. নামক অসুখ হতে পারে যা খুবই মারাত্নক।
৪. পায়ুপথের Anal sphincter এ দুর্বলতা (incontinence) দেখা দেবে ফলে চাপ আসলে পায়খানা ধরে রাখতে পারবেনা এবং শেষ দিকে ক্রমাগত পায়খানা ঝরতে পারে।
তাই পায়ুসংগম থেকে বিরত থাকুন, সুস্থ স্বাভাবিক যৌনতার অভ্যাস গড়ুন।