একজন পুরুষের মধ্যে যৌনাকাঙ্ক্ষা থাকবে এটাই স্বাভাবিক। তবে বর্তমান সময়ে ভেজাল খাবার এবং কর্মব্যস্ততায় পুরুষদের যৌনক্ষমতা আগের থেকে অনেকটা কমতে শুরু করেছে। যদিও একটা সময় ৫০-৬০ বছরেও একজন পুরুষের যৌনক্ষমতা অটুট থাকতো। কিন্তু এখন ৩০ বছর বয়সে বেশিরভাগ পুরুষরা যৌনশক্তি হারাতে শুরু করে। এর জন্য কে দায়ী? চলুন দেখা যাক, যে কারণে পুরুষের যৌনক্ষমতা কমে যাচ্ছে।
প্রথমত:- ধূমপান ও আভিজাত্যে মদ্যপান যেন স্বাভাবিক নিয়ম হয়ে দাঁড়িয়েছে। অনেকে তো এর সঙ্গে সঙ্গে আরও মারাত্মক ক্ষতিকারক নেশায় আক্রান্ত হয়ে পড়ছেন। গবেষণায় দেখা গিয়েছে, যে সকল পুরুষের ইডি বা লিঙ্গের উত্থানজনিত সমস্যা আছে তাদের বেশির ভাগই ধূমপান বা মদ্যপান করে থাকেন।
দ্বিতীয়ত:- পুরুষের সকল জীবন সঙ্গী এখন স্ত্রী হতে পারেন না বরং দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ান অনেকেই। স্ত্রীর সঙ্গে নানা রকমের অশান্তি ধীরে ধীরে পুরুষের শরীরের স্বাভাবিক কার্যক্রম নষ্ট করে দিতে থাকে, যার থেকে বাদ যায় না যৌনক্ষমতাও।
তূতীয়ত:- ওজন বেশি থাকলে যৌন সঙ্গমের ইচ্ছাও কমে যেতে থাকে। আবার ওজন কম থাকাও ভালো নয়! ওজন স্বাভাবিকের থেকে কম থাকলে সেটাও যৌন ক্ষমতা কমিয়ে দেয়।